এখানে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ত্ব ও দায় লেখক কর্তৃক সংরক্ষিত। আমাদের সম্পাদনা পরিষদ প্রতিনিয়ত চেষ্টা করে এখানে যেন নির্ভুল, মৌলিক এবং গ্রহণযোগ্য বিষয়াদি প্রকাশিত হয়। তারপরও সার্বিক চর্চার উন্নয়নে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
যদি কোনো নকল লেখা দেখে থাকেন অথবা কোনো বিষয় আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের কাছে বিস্তারিত লিখুন।
সানসিল্ক এক্সপার্ট এডভাইস-এ স্বাগতম - দ্যা ফিউশন লুক
মডার্ন স্টাইলের সাথে ট্র্যাডিশনাল লুকের হালকা একটু টুইস্ট, ব্যাস! তোমার চুলের জন্য ডিফরেন্ট স্টাইল রেডি। আর চুলের এই ডিফরেন্ট স্টাইলের সাথে মেক-আপের ছোট্ট কিছু টিপস ফলো করলেই তুমি পেয়ে যাবে সেই কাঙ্খিত দ্যা ফিউশন লুক।
ফিউশন লুকের জন্য তোমার চাই:
- আইসি সিলভার আইশ্যাডো
- লিকুইড মাসকারা
- ব্লু আইলাইনার
- পিংকিশ গোল্ডেন লিপলাইনার
- পিংক লিপস্টিক
- পিংক ব্লাশন
- মাথার উপরের দিকে থেকে তিনকোনা করে কিছু চুল ব্যাক-কম্ব করে নাও। এবার পেছনে একটি ছোট খোপা বেধে নাও।
- আইসি সিলভার আইশ্যাডো দিয়ে চোখের পাটা সাজিয়ে নাও।
- চোখের উপর এবং নিচের দিকের পাপড়িতে লিকুইড মাসকারা লাগিয়ে নাও।
- পিংকিশ গোল্ডেন লিপলাইনার পুরো ঠোটজুড়ে লাগিয়ে নাও, কিন্তু ঠোটে আউটলাইন করো না।
- এবার পিংক লিপস্টিক দিয়ে ব্লেন্ড করে নাও।
- সবশেষে গালে পিংক ব্লাশন।
সূত্র: স্পন্সরড স্টোরি