এখানে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ত্ব ও দায় লেখক কর্তৃক সংরক্ষিত। আমাদের সম্পাদনা পরিষদ প্রতিনিয়ত চেষ্টা করে এখানে যেন নির্ভুল, মৌলিক এবং গ্রহণযোগ্য বিষয়াদি প্রকাশিত হয়। তারপরও সার্বিক চর্চার উন্নয়নে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
যদি কোনো নকল লেখা দেখে থাকেন অথবা কোনো বিষয় আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের কাছে বিস্তারিত লিখুন।
৪টি ব্যথা যা আপনার অবহেলা করা উচিত নয়
হতে পারে এটি হার্ট অ্যাটাক (Heart attack)
প্রায়ই টিভি বা সিনেমায় দেখানো হয় যে এক-তৃতীয়াংশ রোগীদের হার্ট অ্যাটাক ছিল কোন বুকে ব্যথা ছাড়াই। এই রোগীদের মধ্যে বয়স্ক মহিলা আর ডায়াবেটিক রোগী ছিল। হার্ট অ্যাটাক এর সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো - বুকে ব্যথা বা অস্বস্তি, শ্বাসকষ্ট যা কয়েক মিনিট স্থায়ী হয় বা চলে যায় এবং আবার ফিরে আসে। তাছাড়াও (নাভির উপরে) পেট, কাঁধ, ঘাড়, চোয়াল বা উপরের অংশে ব্যথা বা অস্বস্তি বোধ হতে পারে যা আপনি কখনো অবহেলা করতে পারবেন না।
হতে পারে এটি Appendicitis
Appendicitis হলো ছোট আকৃতির ছোট থলির কোলন সংযোক্ত যা পেটের ডান দিকে থাকে। সাধারণত ১০ থেকে ৩০ বছর বয়সী দের বেশি হয়ে থাকে। আমেরিকাতে প্রায় ২৫০০০ মানুষের এই রোগ দেখা দিয়েছে। প্রাথমিকভাবে পেটে দ্রুত ব্যথা ওঠা, কাশি ও হাঁচিতে ব্যথা, বমি বমি ভাব, রুচি হারানো ইত্যাদি যা আপনার অবহেলা করা উচিত হবে না।
হতে পারে এটি একটি কিডনি সংক্রমণ
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করলে কিডনির অনেক ক্ষতি। আর একটি কথা - যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের তেমন উপসর্গ থাকে না। অনেক সময় ডায়াবেটিসের কারণে কিডনি রোগ হয়। কিডনি রোগের আরেকটি কারণ হলো সংক্রমণ ও প্রদাহ। বড় কারণ হলো ই.কোলাই নামের জীবাণুর সংক্রমণ। ই.কোলাই ব্যাকটেরিয়া এমনিতে থাকে পাচকনলে, মেয়েদের মূত্রনালিপথে এরা চলে যায়। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ভোগান্তি অনেক। এই ব্যাকটেরিয়া তখন উঠতে থাকে ওপর দিকে। শিশু ও বৃদ্ধলোক যাদের মূত্রপথে থাকে অবরোধ, তাদেরও সে রকম সংক্রমণ হতে পারে। প্রদাহ হওয়ার অনেক কারণই অজানা। তবে ভাইরাস সংক্রমণ এবং অনেক অটোইম্যুন রোগ ঘটাতে পারে প্রদাহ।। কিডনি রোগ প্রতিরোধ করা খুব জরুরি। সংক্রমণ, প্রদাহ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের জন্য কিডনিতে একবার ক্ষত হলে একে খণ্ডানো কঠিন।
হতে পারে এটি শিরা রক্তনালীতে রক্ত জমাট (Deep vein thrombosis)
গভীর শিরা রক্তনালীতে রক্ত জমাট (DVT) ঘটে। এটি সাধারণত পায়ে, তাছাড়াও আপনার শরীরের অস্ত্র, বুক বা অন্যান্য এলাকায় বিকশিত করতে পারে। যদিও( DVT) রক্তনালীতে রক্ত জমাট সাধারণ রোগ নয় তবে এটা বিপজ্জনক হতে পারে। রক্ত চাপ আপনার ফুসফুস, হার্ট বা অন্যান্য এলাকায় রক্তপ্রচলন বা বীবর ব্লক করতে পারে। এমনকি এর চাপে গুরুতর অঙ্গের ক্ষতি ও মৃত্যু হতে পারে - ঘন্টার মধ্যেই।