এই ভালো ঘুমের জন্যে আপনার কিছু বিষয় জানা খুব জরুরি। কিসে আপনার ঘুম কেড়ে নেয় আর কি আপনাকে প্রশান্তির ঘুম দিবে জেনে নিন।
ঘুমের পথে অন্তরায়:
- রাতে অতিরিক্ত খাওয়া আপনার ঘুমে প্রশান্তি কেড়ে নিতে পারে।
- বিশেষত বিকালের পরে চা কফি ঘুমে ব্যাঘাত করে থাকে।
- সিগারেট জাতীয় নিকোটিন আপনার ঘুমের প্রধান শত্রু।
- অতিরিক্ত ব্যায়াম ঘুমের প্রশান্তি নষ্ট করতে পারে।
- ঘুমানোর পূর্বে টিভি, ল্যাপটপ ও মোবাইল ফোন চালালে রেডিয়েশনের কারণে ঘুম আসতে দেরী হয়।
- রাতে হালকা খাবার গ্রহন করা।
- রাতে এক গ্লাস হালকা গরম দুধ খাওয়া ঘুমের জন্যে খুব উপকারী।
- ঘুমানো অন্তত ২ ঘন্টা আগে ল্যাপটপ, কম্পিউটার ও টিভি দেখা বন্ধ করা।
- ঘুমানোর আগে মনের যত ভয় যত সংশয় সব ঝেড়ে সমুদ্রে ফেলেদিন।
- ঘুমানোর আগে লম্বা লম্বা দম চর্চা করুন, এতে দেহ শীতল হয় আপনার প্রশান্তির ঘুম নিশ্চিত করবে।
- রাতে চা কফি পরিহার করুন।
- রাতে খাবার গ্রহণ করার পর কিছুক্ষন হলেও হাটুন যা আপনাকে প্রশান্তির ঘুম উপহার দিবে।
- ঘুমানোর পুর্বে কাওকে দেয়া কথা মনে হলে তা সেরে নিন, তাহলে ঘুমে ব্যাঘাত হবে না।
- ঘুমাতে যাওয়ার পুর্বে ভাবুন দুনিয়ার সব চিন্তা থেকে আপনি মুক্ত। এখন প্রশান্তির ঘুম আসবে আপনার। প্রাণবন্ত হয়ে উঠবেন আপনি।
- ঘুমানোর পুর্বে দোয়া পাঠ করুন । আর শুকরিয়া করুন মহান রবের।
এখানে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ত্ব ও দায় লেখক কর্তৃক সংরক্ষিত। আমাদের সম্পাদনা পরিষদ প্রতিনিয়ত চেষ্টা করে এখানে যেন নির্ভুল, মৌলিক এবং গ্রহণযোগ্য বিষয়াদি প্রকাশিত হয়। তারপরও সার্বিক চর্চার উন্নয়নে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
যদি কোনো নকল লেখা দেখে থাকেন অথবা কোনো বিষয় আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের কাছে বিস্তারিত লিখুন।