আজকাল আবহাওয়াটা যেন লুকোচুরি খেলছে। এই ঝুম বৃষ্টি আবার এই কড়কড়ে রোদ। সেই সাথে ত্বকেরও নাজেহাল অবস্থা। ধুলোবালি, রোদে একদিকে ত্বক পুড়ে অন্যদিকে তেলতেলেভাব সৃষ্টি হয় অনেকের। তাই এর থেকে মুক্তি পেতে জেনে নিন মাত্র পনের মিনিটে ত্বক উজ্জ্বল করার কার্যকরি এই উপায়টি।
স্ক্রাবটি তৈরি করতে যা যা লাগবে:
- আধা কাপ বাদামি চিনি (পরিশোধিত চিনি হলেও চলবে)
- আধা কাপ মধু।
- এক টেবিল চামচ নারকেল তেল।
- এক ফোটা গোলাপ জল।
যেভাবে ব্যবহার করবেন:
- একটি বাটিতে সবগুলো উপকরণ মিশিয়ে নিন।
- মিশ্রণটি মুখে লাগান। হাত দিয়ে বৃত্তাকারে ম্যাসেজ করতে থাকুন।
- দশ মিনিট অপেক্ষা করুন।
- কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- একটি পাত্রে গরম পানি নিয়ে পাত্রের মুখে একটি তোয়ালে দিয়ে ঢাকনা দিন।
- গরম তোয়ালে কয়েকবার মুখে চেপে ধরুন।
এই স্ক্রাবটি ব্যবহারে আপনার মুখের ত্বকের ডেডসেলগুলো উঠে যাবে এবং ত্বকে উজ্জ্বলভাব সৃষ্টি হবে।
মুখের আকৃতি ঠিক রাখার জন্য এবং উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য সপ্তাহে দুই / তিন দিন এই স্ক্রাবটি ব্যবহার করুন। খুব তাড়াতাড়ি ই ভালো ফলাফল পাবেন।
এখানে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ত্ব ও দায় লেখক কর্তৃক সংরক্ষিত। আমাদের সম্পাদনা পরিষদ প্রতিনিয়ত চেষ্টা করে এখানে যেন নির্ভুল, মৌলিক এবং গ্রহণযোগ্য বিষয়াদি প্রকাশিত হয়। তারপরও সার্বিক চর্চার উন্নয়নে আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
যদি কোনো নকল লেখা দেখে থাকেন অথবা কোনো বিষয় আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের কাছে বিস্তারিত লিখুন।